কর্নাটক, গুজরাত, মহারাষ্ট্রের পর এবার দিল্লিতে পাওয়া গেল ওমিক্রন আক্রান্তের হদিশ। দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন এই খবর নিশ্চিত করেছেন ৷ দিল্লির লোক নায়েক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন করোনা আক্রান্ত ৷ তাঁদের মধ্যে ১ জন ওমিক্রনে আক্রান্ত ৷ এই নিয়ে এই মুহূর্তে দেশে ওমিক্রনের আক্রান্তের সংখ্যা পাঁচ ৷ তার মধ্যে দিল্লি ছাড়াও কর্নাটকের ২, মহারাষ্ট্র এবং গুজরাতে ১ জন করে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে ৷
দিল্লিতে ওমিক্রন আক্রান্ত ব্যক্তি তানজানিয়া থেকে এসেছেন ৷ কর্নাটকে যে দুজন ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া তাঁদের বয়স ৬৬ ও ৪৬ বছর ৷ গুজরাতে শনিবার যে ৭২ বছরের এক ওমিক্রনে আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলেছে ৷ তিনি সম্প্রতি জিম্বাবোয়ে থেকে ফিরেছিলেন ৷ এছাড়া মুম্বইয়ে যে দুজন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে তাঁরা দক্ষিণ আফ্রিকা ও দুবাই থেকে এদেশে এসেছেন ৷
কেন্দ্রের তরফে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বৎসোয়ানা, হংকং, চিন, মরিসাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, সিঙ্গাপুর এবং ইজরায়েল-সহ 16টি ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকা তৈরি করা হয়েছে ৷ তাদের সঙ্গে উড়ান সংযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে আপাতত ৷ এ ছাড়াও, অন্যান্য দেশ থেকে আগতদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ৷ রিপোর্ট নেগেটিভ এলে তবেই বিমানবন্দর থেকে বেরোনোর অনুমতি পাবেন তাঁরা ৷
Be the first to comment