দেশে বেড়েছে চলেছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা; দেখে নিন বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান

Spread the love

দেশে বেড়েছে চলেছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। দেশে নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে এই মুহূর্তে হয়েছে ২ হাজার ৬৩০, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রের খবর।

মহারাষ্ট্র- ৭৯৭, দিল্লি- ৪৬৫, রাজস্থান-২৩৬, কেরল-২৩৪, কর্ণাটক-২২৬, গুজরাত-২০৪, তামিলনাড়ু-১২১, তেলঙ্গানা-৯৪, হরিয়ানা-৭১
ওড়িশা-৬০, উত্তরপ্রদেশ-৩১, অন্ধ্রপ্রদেশ-২৮
পশ্চিমবঙ্গ-২০, মধ্যপ্রদেশ-৯, উত্তরাখণ্ড-৮
গোয়া-৫, মেঘালয়-৪, চণ্ডীগড়-৩, জম্মু ও কাশ্মীর-৩, আন্দামান ও নিকোবর-২, অসম-২, পুদুচেরি-২, পাঞ্জাব-২, হিমাচলপ্রদেশ-১, লাদাখ-১, মণিপুর-১।

মন্ত্রকের হিসাব অনুযায়ী, এপর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টমুক্ত হয়ে উঠেছেন ৯৯৫ জন। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*