শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে রাজ্যজুড়ে ছুটি, মেট্রো পরিসেবা থাকবে খানিকটা কম..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামীকাল গুড ফ্রাইডে…খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র দিন, প্রতি বছর মার্চ বা এপ্রিল মাসে পালিত হয় এই দিনটি। এই দিনটি যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার স্মরণে পালন করা হয় এবং এটি খ্রিস্টান সম্প্রদায়ের জন্য গভীর ধর্মীয় গুরুত্ব বহন করে।পশ্চিমবঙ্গ সরকার সাধারণত গুড ফ্রাইডে-কে একটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করে, যা রাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত থাকে।

এবছরও সরকারের প্রকাশিত ছুটির তালিকায় রয়েছে দিনটি। সুতরাং এ দিন রাজ্যের সমস্ত সরকারি অফিস বন্ধ থাকবে। উল্লেখ্য, বেশ কিছু স্কুল-কলেজ ইতিমধ্যেই গরমের ছুটির জন্য বন্ধ থাকবে। তবে যে সমস্ত স্কুলে পঠন-পাঠন চলছে সেই স্কুলগুলি আগামীকাল বন্ধ থাকবে।

আগামীকাল ১৮ এপ্রিল, শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে রাজ্যে সরকারি ছুটি। কাজেই এ দিন নিত্যযাত্রীদের ভিড়ও কম থাকবে। সেই কারণে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (কবি সুভাষ – দক্ষিণেশ্বর) ট্রেনের সংখ্যা কিছুটা কমানো হয়েছে। তবে গ্রিন লাইন ১ (শিয়ালদা – সল্টলেক সেক্টর V)-এ ট্রেন চলবে স্বাভাবিক নিয়মেই।
এ দিন ব্যাঙ্কও বন্ধ থাকবে। বন্ধ থাকবে অফলাইন পরিষেবা। তবে অনলাইন লেনদেন, ATM পরিষেবা একই রকম থাকবে। গ্রাহকরা ব্যাঙ্কে গিয়ে কোনও কাজ করতে না পারলেও অনলাইনে সমস্ত কাজই করতে পারবেন।

এছাড়াও, লোকাল ট্রেন সাধারণ দিনে আপ ও ডাউন মিলিয়ে মোট ২৬২টি ট্রেন চলাচল করে। আগামীকাল এর পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে মোট ২৩৬টি ট্রেন চলাচল করবে। এর মধ্যে থাকবে ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন ট্রেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*