রোজদিন ডেস্ক, কলকাতা:- দেশের শিক্ষা ব্যবস্থাকে শেষ করতে চাইছে বর্তমান কেন্দ্রীয় সরকার,আর তার সঙ্গে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে রাজ্য সরকার। স্কুল ছুট এর সংখ্যা বাড়ছে রাজ্যের স্কুল গুলোতে।বহু স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই,সেই শূন্যপদ পূরণ,বিকল্প শিক্ষা নীতি এবং রাজ্যের ছাত্রদের তৈরী করা মার্কশিট রাজ্যের শিক্ষামন্ত্রীর হাতে তুলে দিতে আগামী ২৭ জানুয়ারী বিকাশ ভবন অভিযানের ডাক দিল এস এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।
শুক্রবার কলকাতায় তাঁদের রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে।তিনি আরো বলেন এই সরকার স্কুল বন্ধ করে দিয়ে ছাত্র সপ্তাহ পালন করে।সেখানে আনা হয় তারকাদের।সম্প্রতি রাজ্য সরকারের উদ্যোগে পালন করা হয় ছাত্র সপ্তাহ।সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।সেই নিয়েও কটাক্ষ করেন এস এফ আই রাজ্য সম্পাদক।তিনি বলেন যেখানে শূন্য শিক্ষার্থীর সংখ্যা নিয়ে বহু স্কুল চলছে সেখানে এই উৎসব মানায় না।বিকাশ ভবন অভিযানের দিন তাঁরা শিক্ষামন্ত্রীর কোন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন না বলে এদিন স্পষ্ট করেন রাজ্য নেতৃত্ব।এই আন্দোলনে সর্ব স্তরের ছাত্র ছাত্রীদের আহ্বান জানান তাঁরা।
Be the first to comment