রোজদিন ডেস্ক,কলকাতা :- কলকাতা থেকে শহরতলি- সর্বত্র নাচে-গানে, বাজি ফাটিয়ে চলে বর্ষবরণের অনুষ্ঠান। তারই মাঝে ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। পরপর দু জায়গায় আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। একটি বহুতল আবাসনের লবিতে আগুন ধরে যায়। অন্যদিকে, সেন্ট্রাল অ্যাভিনিউতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজি থেকেই আগুনের সূত্রপাত বলে জানা গিয়েছে।
১৪৮ সেন্ট্রাল অ্যাভিনিউতে বিএসএনএল (BSNL)-এর অফিসের ঠিক পিছনের অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং পরে আরও ৬টি। মোট ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে মধ্যরাতে বর্ষবরণ উদযাপনের সময় মুকুন্দপুরে বাইপাস সংলগ্ন একটি বহুতলে অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চারপাশে যখন বাজি ফাটছে, তখন একটি জ্বলন্ত বাজি উড়ে গিয়ে পড়ে বহুতলের একটি লবিতে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। অন্তত তিনটি ফ্লোরে আগুন ছড়ায়। ধোঁয়ায় ভরে যায় গোটা আবাসন। একটু একটু করে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। যদিও বাসিন্দারা প্রত্যেকে নিরাপদে বেরিয়ে আসেন। বহুতলের অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
Be the first to comment