ভাষা দিবসের প্রাক্কালে প্রয়াত হলেন বাংলা ভাষার একান্ত আপন গায়ক – কবি প্রতুল মুখোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দীর্ঘ অসুস্থতার পর শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে রবীন্দ্রসদনে গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে যান তিনি। সেখানে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’ মৃত্যু সংবাদ শুনে নিজেকে আর সামলাতে পারছিলাম না। আমি কখনও অতি পরিচিতদের মৃত্যুর পর তাঁদের মুখ দেখি না। জীবিত অবস্থায় যেমন দেখেছিলাম, তেমনই আমার স্মৃতিতে রাখতে চাই। কিন্তু প্রতুলদার বিষয়টা আলাদা। তাই আসতেই হল।’

প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে মমতা বলেন,’ আমি অনেকবার বলেছিলাম, আমরা একটা ব্যবস্থা করে দিই। এতটাই দরাজ ছিলেন। আমাদের চিকিৎসকরা খুব চেষ্টা করেছিলেন, সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলেন। কিন্তু শেষে আর কিছু করা গেল না।’ এসব কথা বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে মুখে ফুটে ওঠে শোকের ছায়া।
শনিবার সকালেই এসএসএকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা গানের খ্যাতনামা শিল্পী তথা গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। ভুগছিলেন নিউমোনিয়ায়, পরে অন্ত্রে অস্ত্রোপচার হয় তাঁর। তারপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ‘বাংলায় গান গাই’-এর স্রষ্টার।
উল্লেখ্য, ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। ছোট থেকেই কবিতায় সুর দিতেন তিনি। কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের ‘আমি ধান কাটার গান গাই’ কবিতা দিয়ে শুরু। নিজেও লিখেছেন একাধিক গান। গান গাওয়া, লেখা, সবেতেই নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলেছিলেন তিনি। বলা যায় বাংলার সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল তারকা শিল্পী ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। তাঁর কণ্ঠে ‘আমি বাংলায় গান গাই’ আজও মুখে মুখে ফেরে। তাই আচমকাই শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ বাংলা।
এদিন বিকালে রবীন্দ্র সদনে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রতুল মুখোপাধ্যায়কে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*