বছরের প্রথম দিনেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়, আরাবুলকে লক্ষ করে ছোড়া হয় ইট, নামানো হল ব়্যাফ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-বছরের প্রথমদিন এবং রাজ্যের শাসকদল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল হয়ে রইল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। তৃণমূল নেতা তথা ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের তির দলেরই একটি অংশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়।

বুধবার সকালে ভাঙড়ের ওয়াড়ি এলাকায় দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূলের পতাকা উত্তোলন করতে যান আরাবুল ইসলাম। অভিযোগ, সেই সময় তৃণমূলের অন্য একটি গোষ্ঠীর লোকজন ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সভাপতির উপর হামলা চালায়। কোনোমতে সেখানে উপস্থিত পুলিশ এবং তৃণমূলের লোকজন আরাবুলকে বের করে আনেন।
অভিযোগ, তার মধ্যে থেকেই কয়েকজন আরাবুলের গাড়িতে হামলা চালায়। তাঁর গাড়ি লক্ষ করে ছোড়া হয় ইট। আরাবুলের গাড়ির কাঁচ ভেঙে যায়। তাঁর কনভয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পুরো ঘটনা পুলিশের সামনেই হয়েছে। তবে, আরাবুল ইসলাম এলাকা ছাড়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, আরাবুল এলাকা ছাড়তেই তাঁর অনুগামীরা পালটা হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে প্রথমে পোলেরহাট থানার বাহিনীকে পাঠানো হয়। পরে লেদার কমপ্লেক্স থানা ও হাতিশালা থানা থেকে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। নামানো হয় ব়্যাফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। যদিও আরাবুল হামলার ঘটনায় নিজে কোনও প্রতিক্রিয়া দেননি।
এই ঘটনায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন আরাবুল ইসলামের সমর্থকরা। আরাবুল ইসলাম সেখান থেকে বেরিয়ে আসার সময় তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ তাদের। যদিও, সব অভিযোগ অস্বীকার করেছেন শওকত। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল বিধায়কের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*