
রোজদিন ডেস্ক, কলকাতা:– রামনবমীর সকালেই বনগাঁর ঠাকুরনগর এলাকায় চলল গুলি। গুলিবিদ্ধ স্থানীয় বিজেপি নেতা। আশঙ্কাজনক অবস্থায় বারাসাত জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
ভোর বেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে গুলিবিদ্ধ ওই বিজপি কর্মীর নাম আশুতোষ বিশ্বাস। বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বড়া কৃষ্ণনগর এলাকায়। তিনি একালায় পুরনো বিজেপি কর্মী বলে পরিচিত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আশুতোষ বিশ্বাস তার স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে ঠাকুরনগর স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন। বড়া বকুলতলা এলাকায় কেউ বা কারা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা সংকট জনক হওয়ায় কলকাতায় রেফার করা হয়। পরিবারের দাবি তার বুকে গুলি লেগেছে। কে বা কারা কি কারণে গুলি চালালো তা তারা জানেন না। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।
বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারা কি উদ্দেশ্যে তাদের দীর্ঘদিনের পুরনো কর্মীকে গুলি করল তা পুলিশ তদন্ত করে দেখুক।
তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা নিন্দা জানিয়ে পুলিশকে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে।
Be the first to comment