আবারও খাস কলকাতার বুকে অগ্নিকাণ্ড,পুড়ে ছারখার হলো বাড়ি! মৃত ১

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আবারও আগুন লাগার ঘটনা ঘটল শহরে। এবার ঘটনাস্থল সল্টলেকের ডি ব্লক। সল্টলেকের ডিএ ব্লকের একটি বাড়িতে লাগে আগুন। ভিতরে আটকে গিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। সোমবার রাতের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই এলাকার একটি দোতলা বাড়িতে। পুড়ে যায় বাড়ির একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেই দিকে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আগুনের গ্রাসে পড়ে যায় সেই বাড়ির কর্তা বছর ৪৭-এর দেবর্ষি গাঙ্গুলি। মৃত্যু হয় তার। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সিগারেটের ছাই থেকেই ঘরের অন্দরে আগুন লাগে। আর তাতেই সব শেষ হয়ে যায়।

তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের দিকে অভিযোগের আঙুল তোলে মৃত ব্যক্তির আত্মীয়-পরিজন ও স্থানীয়রা। তাদের দাবি, সময়মতো দমকলকে ফোন করা হলেও, তারা আসতে অনেকটাই দেরি করেছে। এই অভিযোগের প্রসঙ্গে অবশ্য মুখ খুলেছেন খোদ সুজিত বসু। অভিযোগ নস্যাৎ করেননি তিনি। বরং, তার বদলে দিয়েছেন অন্য যুক্তি। দমকলমন্ত্রীর দাবি, ‘এটা যেমন ঠিক যে সময়মতো দমকলকে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু ঠিকানা নিয়ে বিভ্রান্তির জেরেই দেরি হয় তাদের। ঘটনা ঘটেছে ‘ডিএ’ ব্লকে, দমকলকে বলা হয়েছে ‘বিএ’ ব্লকে আসতে। আর এই ঠিকানা বিভ্রান্তির জেরেই হাতের বাইরে চলে যায় পরিস্থিতি।’
ইতিমধ্যে, সেই অগ্নিদ্বগ্ধ বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগুনে পুড়ে যাওয়া ঝলসানো কঙ্কালসাড় মৃতদেহটি। গোটা ঘটনার তদন্ত করতে এলাকায় পৌঁছে যান উত্তর বিধাননগর থানা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*