একা

Spread the love

মৌলিনা মিত্রঃ

বিবর্ণ সন্ধ্যা, ভীষণ একা,
আবছা মোমবাতির আলোয় পুরানোকে ফিরে দেখা …
বাইরে বৃষ্টি আর ঘরে অন্ধকার,
টেবিলে একটা পেন আর কিছু স্মৃতি ‘তার’ …
স্কুল থেকে ফিরেই খেলতে যাবার সুখ,
একদিন বাদেই দেখবো কত বন্ধুর মুখ …
খেলতে খেলতে খেলার সময় শেষ হল,
এক এক করে শেষে সবই হারিয়ে গেলো ।
থাকলো শুধু সে, আর আমার হাসির খেলা
দুজনে গানে গানে কাটলো আরো কিছু বেলা …
কিন্তু যেদিন চলে গেলে তুমি অনেকদূর,
হারিয়ে গেলো গানের কথা, অনেক গানের সুর ।
এখন দেখি বৃষ্টি থেমে, আছে শুধুই ঝড়,
ঠান্ডা হাওয়া, গাছের পাতা, ধুলোয় ভরা ঘর ।
হঠাৎ উঠে জানলা দিয়ে চেয়ে দেখি তোকে,
আবছা রাতের একলা ঘরে বৃষ্টি আমার চোখে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*