
রোজদিন ডেস্ক: ফের শনিবার সকালে সল্টলেকে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা তথ্যপ্রযুক্তির কর্মীর। তরুণীর মাথার ওপর দিয়ে বাসের চাকা চলে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
শনিবার সকাল ১০টা নাগাদ সল্টলেক সেক্টর ফাইভের ওয়েবেল মোড়ে বাসের ধাক্কায় তাঁর মৃত্যু হল বছর ২৫ এর রজনী মাহাতো নামে এক মহিলার। ধাপা মাঠপুকুর এলাকার বাসিন্দা ওই তরুণী।
স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল ১০টা নাগাদ সাঁতরাগাছি থেকে বারাসত রুটের একটি বাস ওয়েবেল মোড়ের দিকে যাচ্ছিল। সেই সময়ে রাস্তার একপাশ দিয়েই হাঁটছিলেন ওই তরুণী তখন আচমকাই বাসটি ওই তরুণীকে পিছন থেকে ধাক্কা দেয়। তরুণীর মাথার ওপর দিয়ে বাসটির চাকা চলে যায় বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। তৎক্ষণাৎ স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যে ওই মৃত তরুণীর বাড়িতে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে। আর ঘাতক বাসটির চালক এবং কন্ডাক্টরকে গ্রেফতারও করেছে পুলিশ। তাঁদেরকে নিয়ে যাওয়া হয়েছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়। দুর্ঘটনার সময়ে বাসটির গতিবেগ কত ছিল? কোনও রেষারেষির বিষয় ছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Be the first to comment