শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান এম এস কে প্রসাদ জানিয়ে দেন আগামী দক্ষিন আফ্রিকা সফরে একদিনের দলে অধিনায়ক হিসাবে সর্বসম্মত ভাবে মনোনীত করা হলো বিরাট কোহলিকে। টেস্ট সিরিজ শেষ হওয়ার পরেই ১ ফেব্রুয়ারী থেকে ছয় ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে। প্রথম ম্যাচ হবে ডারবানে। এই দিন দক্ষিণ আফ্রিকা সফরে ৬টি একদিনের ম্যাচের জন্য ১৭ জনের ভারতীয় দল ঘোষিত হল। দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান কেদার যাদব ও পেসার শার্দুল ঠাকুর। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে পরপর দু’টি ম্যাচে অর্ধশতরান করার পরেও দলে জায়গা হল না ওপেনার লোকেশ রাহুলের। দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা বেশ কিছুদিন ধরেই একদিনের ও টি-২০ দলে সুযোগ পাচ্ছেন না। এবারও তাঁরা সুযোগ পাননি। এম এস কে প্রসাদের নেতৃত্বে নির্বাচক মন্ডলী জানান, ১৭জনের দলে ৪জন ফাস্ট বোলার, ২জন স্পিনার, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল অলরাউন্ডার হিসাবে থাকবেন।
ইয়ো ইয়ো টেস্টে পাশ করে ফিটনেসের সংশয় দূর করার পরেও ব্রাত্য থেকে গেলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়না ও যুবরাজ সিং।
দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ভারত সিরিজের ৬টি একদিনের ম্যাচ খেলবে কিংসমিড, ডারবান (ফেব্রুয়ারি ১, দিন/রাত), সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়নে (ফেব্রুয়ারি ৪), নিউল্যান্ডস, কেপ টাউন (ফেব্রুয়ারি ৭), নিউ ওয়েন্ডার্সর, জোহানেসবার্গে (ফেব্রুয়ারি ১০ দিন/রাত), সেন্ট জর্জ পার্ক, পোর্ট এলিজাবেথ (ফেব্রুয়ারি ১৩, দিন/রাত) এবং সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ান (ফেব্রুয়ারী ১৬ দিন/ রাত)।
ভারত একদিনের সিরিজের দল: কোহলি (অধিনায়ক), রোহিত, ধাওয়ান, রাহানে, শ্রেয়াস, পান্ডে, কেদার, কার্তিক, ধোনি (উইকেটরক্ষক), হার্দিক, অক্ষর, কুলদীপ, চাহাল, ভুবনেশ্বর, বুমরা, শামি, শারদুল
Be the first to comment