
রোজদিন ডেস,কলকাতা:- শহিদ বাংলার সেনা জওয়ান। উধমপুরে জঙ্গিদের সঙ্গে চলা গুলির লড়াইতে মৃত্যু বাংলার সেনা জওয়ানের।পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই সেনা জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছে উধমপুরে। বৃহস্পতিবার গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এই জওয়ান। দুর্গম পার্বত্যময় ভূমি ও জঙ্গলে ঢাকা উধমপুরের ডুডু-বসন্তগড় এলাকায় জঙ্গি গা ঢাকা দিয়েছিল। এমনই খবর পেয়ে ম্যারথন তল্লাশি অভিযান চালায় সেনা। এরপরই গুলির লড়াই শুরু হয়।
বৃহস্পতিবার তাঁর মৃত্যুর দুঃসংবাদ তাঁর পরিবারের লোকজনএর কাছে পৌঁছে দেওয়া হয়। খবর শোনার পর থেকে শোকে পাথর তাঁর পরিবারের লোকজন।
জম্মুতে সেনার হোয়াইট নাইট কর্পসের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ‘গোয়েন্দা সূত্রে জঙ্গি আনাগোনার খবর পেয়ে উধমপুরের বসন্তগড়ে জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় সেনা। সেনাদের কাছে খোঁজ মিলতেই গুলি চালায় সেনাবাহিনী। পাল্টা গুলিবর্ষণে রক্তাক্ত হন এক ভারতীয় সেনা। সুশ্রুষার পরেও তাঁকে বাঁচানো যায়নি। শহিদ হয়েছেন তিনি।” যদিও গুলির লড়াই ও তল্লাশি জারি রয়েছে বলে জানানো হয়েছে।
কাশ্মীরের বিভিন্ন প্রান্তে সশস্ত্র জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে বলে গোয়েন্দা মারফত খবর এসে পৌঁছেছে সেনার কাছে। পুঞ্চের মেন্ধরে জঙ্গি আনাগোনার খবর পেয়ে বুধবার রাতে গুলি চালায় ভারতীয় সেনা। জঙ্গিরা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের ছক কষেছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে বারামুল্লা জেলায় জঙ্গিদের অনুপ্রবেশের ছক ভেস্তে দিয়েছে ভারতীয় সেনা। ২ জন জঙ্গিকে এনকাউন্টার করে নিকেশ করা হয়েছে বলে জানিয়েছে সেনা। সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। দুটি রাইফেল, পিস্তল, প্রচুর রাউন্ড বুলেট, আইইডি বিস্ফোরক-সহ বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে জঙ্গিদের কাছ থেকে।
Be the first to comment