নাসিকের নতুন পেঁয়াজ এলো রাজ্যে, দাম কমবে বলছেন ব্যবসায়ীরা

Spread the love

গতকাল থেকে কলকাতায় নাসিকের নতুন পেঁয়াজের আমদানি শুরু হয়েছে। চার লরি নতুন পেঁয়াজ ঢুকেছে কলকাতায়। রাজ্যের ক্ষেত্রে সংখ্যাটি ৩০। পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, এখন থেকে নতুন পেঁয়াজ নিয়মিত আসবে রাজ্যে। ফলে দাম কমবে কিছুদিনের মধ্যেই।

প্রসঙ্গত, রাজ্যে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই টাস্ক ফোর্সের আধিকারিক কমল দে রবিবার বলেন, গতকাল কলকাতায় চার লরি নতুন পেঁয়াজ ঢুকেছে। এছাড়া ছয় লরি পুরনো পেঁয়াজও এসেছে। আগামীকাল থেকে প্রতিদিনই পেঁয়াজের গাড়ি নাসিক থেকে আসবে ৷ কমলবাবু মনে করছেন, এর জেরে পেঁয়াজের দাম কিছুদিনের মধ্যেই কমবে।

তবে রবিবারও পেঁয়াজের দাম ছিল যথেষ্ট চড়া। কলকাতার খুচরো বাজারগুলিতে রবিবার পেঁয়াজের প্রতি কেজি দাম ছিল ১২০ থেকে ১৪০ টাকা। নতুন পেঁয়াজের পাইকারি দর ৩৮০০ টাকা প্রতি মোন। কমলবাবু বলেন, নতুন পেঁয়াজ মজুত করা যায় না। তাই এই পেঁয়াজ সঙ্গে সঙ্গেই বাজারে ছেড়ে দিতে হবে। নাহলে এই পেঁয়াজ নষ্ট হবে। অসাধু ব্যবসায়ী ও মজুতদাররা নতুন পেঁয়াজ মজুত করতে পারবেন না। তাই নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করবে।

কমলবাবু আরও জানিয়েছেন, বাঁকুড়া ও পুরুলিয়ায় ইতিমধ্যে নতুন পেঁয়াজ ঘরে তুলতে শুরু করেছে চাষিরা। এর জেরেও দাম কিছুটা কমবে। আগামীদিনে বাজারগুলিতে আরও বেশি নজরদারি চালানো হবে। পেঁয়াজ ব্যবসায়ীদের একাংশ মনে করছে, ১৫ দিনের মধ্যে পেঁয়াজের দাম কেজি পিছু ৫০ থেকে ৬০ টাকায় নেমে আসবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*