অভিনব কায়দায় ব্যাঙ্ক প্রতারণা ৷ গড়িয়ার শ্রীনগর এলাকার এক যুবতির ব্যাঙ্ক থেকে ১০ হাজার টাকার বেশি তুলে নিল প্রতারকরা। নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যুবতীর নাম শ্রুতি বিশ্বাস ৷ অনলাইন একটি খাদ্য সরবরাহকারী সংস্থায় খাবারের অর্ডার দিয়েছিলেন তিনি ৷ কিন্তু সময়মত খাবার ডেলিভারি দেয়নি ওই সংস্থা ৷ কিন্তু অর্ডার দেওয়ার সময় টাকা কেটে নেওয়া হয়েছিল ৷ সেই টাকা ফেরত পেতে ফোনে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করেন শ্রুতি ৷
প্রথমে টাকা ফেরত দিতে চায়নি বলে অভিযোগ করেন তিনি ৷ পরে সংস্থার কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন ৷ সেখানে তাঁকে জানানো হয় টাকা ফেরত দেওয়া হবে তবে কিছু নির্দিষ্ট প্রসেস অনুসরণ করতে হবে তাঁকে ৷ অনলাইনে একটি ফর্মে কিছু অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সাবমিট করতে বলা হয় ৷ আশ্বস্ত করা হয় সেগুলি ঠিকমত সাবমিট করলেই তিনি তাঁর টাকা ফেরত পাবেন ৷
অভিযোগ, সে সব প্রসেস কমপ্লিট করার পর তিনি দেখেন তাঁর দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১০,৩০০ টাকা কেটে নেওয়া হয়। টাকা কেটে নেওয়ার মেসেজ তিনি মোবাইলে পান ৷ এরপরই নরেন্দ্রপুর থানায় ওই খাদ্য সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই যুবতি ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
Be the first to comment