NEFT, RTGS এর মাধ্যমে লেনদেনে দিতে হবে না চার্জ, জানালো আরবিআই

Spread the love

সাধারণ মানুষের জন্য এবার বড়সড় ঘোষণা করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বর্তমানে NEFT, RTGS এর মাধ্যমে টাকা লেনদেন চার্জ নেওয়া হতো ৷ তবে এবার থেকে সেই চার্জ তুলে নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ৷ এর বেনিফিট গ্রাহকদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্ককে অথার্ৎ এবার থেকে গ্রাহকরা NEFT, RTGS এর মাধ্যমে লেনদেন করলে দিতে হবে না কোনও চার্জ বা অনেকটাই কমে যাবে চার্জ ৷

আগামী এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার করার জন্য RTGS সবচেয়ে ভাল অপশন বলে মনে করা হয় ৷ কয়েক সেকেন্ডের মধ্যে ট্রান্সফার হয়ে যায় টাকা ৷ রিজার্ভ ব্যাঙ্ক RTGS ও NEFT লেনদেনের চার্জ তুলে নিয়েছে ৷ এর জেরে ব্যাঙ্কও তাদের চার্জ কমিয়ে ফেলতে পারবে ৷ ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ ব্যাঙ্কের কাছে এই বিষয়ে নির্দেশ আগামী সপ্তাহের মধ্যেই পাঠানো হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*