সাধারণ মানুষের জন্য এবার বড়সড় ঘোষণা করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বর্তমানে NEFT, RTGS এর মাধ্যমে টাকা লেনদেন চার্জ নেওয়া হতো ৷ তবে এবার থেকে সেই চার্জ তুলে নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ৷ এর বেনিফিট গ্রাহকদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্ককে অথার্ৎ এবার থেকে গ্রাহকরা NEFT, RTGS এর মাধ্যমে লেনদেন করলে দিতে হবে না কোনও চার্জ বা অনেকটাই কমে যাবে চার্জ ৷
আগামী এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার করার জন্য RTGS সবচেয়ে ভাল অপশন বলে মনে করা হয় ৷ কয়েক সেকেন্ডের মধ্যে ট্রান্সফার হয়ে যায় টাকা ৷ রিজার্ভ ব্যাঙ্ক RTGS ও NEFT লেনদেনের চার্জ তুলে নিয়েছে ৷ এর জেরে ব্যাঙ্কও তাদের চার্জ কমিয়ে ফেলতে পারবে ৷ ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ ব্যাঙ্কের কাছে এই বিষয়ে নির্দেশ আগামী সপ্তাহের মধ্যেই পাঠানো হবে ৷
Be the first to comment