রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন। রাস্তায় দাঁড়িয়ে থাকবে উন্নয়ন। ফের জোর গলায় উন্নয়নের নিরিখেই ভোটের ফল হয়েছে বলে দাবি করলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি জানিয়ে দিলেন, বীরভূমের পঞ্চায়েত ভোটে উন্নয়নের প্রতিচ্ছবি পড়েছে। বাকি উন্নয়নের নজির তিনি দেখাবেন আসন্ন লোকসভায়।
পঞ্চায়েতের মনোনয়ন পর্ব থেকেই রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার বার্তা দিয়ে আসছেন বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করে গিয়েছেন, সেই উন্নয়নের ভিত্তিতেই ভোট হবে। রাস্তার ধারে উন্নয়ন দাঁড়িয়ে আছে। উন্নয়ন দেখেই মানুষ তৃণমূলকে বেছে নেবে। এখানে অন্য কোনও পার্টির কোনও প্রভাব নেই। তাঁরা প্রার্থী দিতেও পারবেন না। এমনকী এমন দাবিও তিনি করেছিলেন, যদি বিরোধীরা প্রার্থী দিতে চান, তাঁর ব্যবস্থা তিনি করে দেবেন।
তিফলিত হয়েছে জেলার সিংহভাগ আসনে। যে কটি আসনে ভোট হয়েছে, বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বের হওয়ার পরও দেখা গেল তৃণমূলের জয়ের ছবি। এই ফলে অনুব্রত মণ্ডল খুশি হয়েই জানিয়ে দিলেন, এবার তাঁর লক্ষ্য লোকসভা ভোট। তিনি লোকসভাতেও দেখাবেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার প্রতিচ্ছবি।
সেইসঙ্গে এদিন অনুব্রত মণ্ডল মনে করিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উন্নয়ন কেউ করতে পারবে না। মানুষ সেই উন্নয়নকেই বেছে নেবেন। উন্নয়নের ঝড়েই বিরোধীরা ফুৎকারে উড়ে যাবে। শুধু এই পঞ্চায়েত নির্বাচনে নয়, ২০১৯-এর লোকসভা নির্বাচনেও বিরোধীরা একইভাবে হারবেন।
Be the first to comment