আরিয়ান প্রিয়স(পাল)-
শাল বনে বনলতা পাতা কেটে ছবি আঁকে
সূর্যটা চাঁদ মেখে আঁধারেতে ঠোঁট সেঁকে।
দোয়াতের কালি তবে আচমকা পেতে চায়
যদি তোর পিঠ ঘেষে আঙুলটা ছুঁয়ে যায়!
এই ভাবে কতদিন চোখ বুজে স্মৃতি দেখা
কালসিটে চোখ মুছে তবু জমে বলিরেখা।
বিছানায় তোকে দেখি বালিশেতে তবু খুঁজি,
শেষ খেয়া চলে গেলে আমি হই শেষ মাঝি।।
পাখিদের সাথী হই ঘুম ভাঙে তোর যেই
সেরা কিছু হতে যাই মিশে যাই বালিশেই
এ মনও তো আশা হয় যদি ঠোঁট ভাষা পায়
শেষ রাতে ঘটনাটি জোছনারা দেখে যায়।।
ফাগুনের বাতাসেতে যেন কিছু ভেসে যায়
জলপরী তারারা ক্লান্তিটা খুঁটে খায়
এমনত দিন এলে যদি তুমি পেতে চাও
কয়েকটা কোকিলের কুহু ডাক শিখে নাও
Be the first to comment