আর্যতীর্থঃ
কোনো কোনো ঘরে আজ আলো জ্বলবে না।
দেওয়ালির উত্তাপে বিষাদের হিম গলবে না।
ঘরের প্রদীপ গেছে অনন্ত নির্বাসনে চলে,
ফটো জোড়া হাসিমুখ, বিষণ্ণ জুঁইমালা দোলে।
তোমার ঘরের চারদিকে আজ হাজার আলোরা জ্বলে
মনে করে যেন একটি প্রদীপ সে ঘরের কথা বলে।
কারো ঘরে আর আলো ছড়াবেনা কচি হাতে ফুলঝুরি
কোল থেকে তাকে নির্মমভাবে সময় করেছে চুরি।
কেন চলে গেলো কোন অঘটনে সে কথা কি লাভ ভেবে
ভাগ্য কখন খেলাঘর ভাঙে কে তার হিসেব দেবে।
দেওয়ালি মাতাতে যে যতটা পারো হাউই চরকি কেনো
সেসব ঘরের শোক মনে করে দুফোঁটা অশ্রু এনো।
দোকান অফিস হয়েছে বন্ধ, দেওয়ালি মানেই ছুটি
কে কতটা সুখ একদিনে নেবে তাই নিয়ে হুটোপাটি।
সীমান্তপারে কোনো বাংকারে সৈনিক জেগে আছে,
এই উৎসবে ফিরতে পারেনি ঘরের লোকের কাছে।
মদির সন্ধ্যা আলোময় রাতে হাসি উপচিয়ে পড়ে
দু চার মিনিট মনে কোরো কেউ ফিরতে পারেনি ঘরে।
ছুটি নেই আজ পুলিশের কোনো, ডাক্তার ছুটিহীন
বরং দেওয়ালি তাদের জগতে রুটিন কাজের দিন।
আজকে তাঁদের ঠিক দেখা যাবে তোমাদের আগলাতে
কাজ করে যান, তোমার আনন্দ ত্রুটিহীন থাকে যাতে।
আজ সন্ধ্যাতে সাজবে আঁধার প্রদীপমালার সাজে,
তাঁদের জন্য কিছু আলো জ্বেলো, যারা গিয়েছেন কাজে।
Be the first to comment