করোনা বিধি মেনে ধাপে ধাপে স্কুল খোলার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল রাজ্যের শিশু চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক্স।
সংগঠনের সঙ্গে যুক্ত চিকিৎসকরা মনে করছেন, শুধু পড়াশোনার জন্যই নয়, শিশুদের মানসিক এবং আচরণগত বিকাশের ক্ষেত্রেও স্কুলের পরিবেশ জরুরি ভূমিকা পালন করে।
শুধু তাই নয়, সামাজিক দক্ষতা বৃদ্ধির জন্যও বন্ধুদের সঙ্গে মেলামেশা এবং খেলাধুলার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে চিঠিতে।
করোনা অতিমারির শুরু থেকেই বন্ধ স্কুলগুলি। পড়াশোনা থেকে পরীক্ষা— সবই চলছে অনলাইন প্রক্রিয়ায়। নানা অসুবিধার কারণে অনেকেই অনলাইন ক্লাসের সুযোগ পাচ্ছে না। তাই তাদের কথা মাথায় রেখেও স্কুল জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।
Be the first to comment