কলকাতা: ফের বিরল অস্ত্রোপচার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের। হাতের ভিতর থেকে ছূঁচ বের করে প্রাণ বাঁচালেন মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগ।
শ্যামলী ঘোষ। বাড়ি পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্যামলীর দীর্ঘদিন ধরে স্নায়ুর সমস্যা ছিলো। যার ফলে তিনি যখন তখন জ্ঞান হারাতেন। আর জ্ঞান হারালেই তাকে সেলাইন দিতে হত। এটা টানা ২ বছর ধরে চলতে থাকে। আর এই বার বার সেলাইন দেওয়ার ফলে কখন যে হাতের ভিতর ছুঁচ ঢুকে ছিলো সেটা বোঝা যায় নি। গ্রামের হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা করায় এই সমস্যা দেখা যায়। এর কিছু দিন পর থেকেই ব্যাথা শুরু হয়। প্রথমে স্থানীয় হাসপাতাল। পরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এর পর শ্যমলীকে মেডিক্যাল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সার্জারি বিভাগের পক্ষ থেকে প্রথমে এক্স রে করা হয়। এক্সরে করে ডাক্তারা অবাক হয়ে যায়। দুই হাতের মধ্যেই সেলাইনের ছুঁচ রয়ে গিয়েছে।
এর পর তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় সার্জারি বিভাগ। কাল ভোরে অস্ত্রোপচার করে ডান হাত থেকে ১৬ টি ও বাঁ হাত থেকে ২ টি সেলাইনের ছুঁচ পাওয়া যায়। অস্ত্রোপচার করতে প্রায় ৩ ঘন্টা সময় লাগে। তবে অস্ত্রোপচারের পর দুই হাত থেকে ছুঁচ গুলিকে বার করে ডাক্তারা। অস্ত্রোপচার একেবারে সফল। মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার শিখা বন্দ্যোপাধ্যায় বলেন, অস্ত্রোপচার পুরোপুরি সফল। শ্যামলী ঘোষ এখন সুস্থ আছেন। তাকে সার্জারি বিভাগের জেনারেল বেডে দেওয়া হয়েছে।
Be the first to comment