
রোজদিন ডেস্ক, কলকাতা:- শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে মহাকুম্ভগামী ট্রেনে ওঠার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। আহতও হয়েছেন অনেকে। এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য কেন্দ্রের বিজেপি সরকারকেই নিশানা করেছেন বিরোধীরা। পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ বলে অভিযোগ তুলেছেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে আরও অনেক বিরোধী নেতাদের।
नई दिल्ली रेलवे स्टेशन पर भगदड़ मचने से कई लोगों की मृत्यु और कईयों के घायल होने की ख़बर अत्यंत दुखद और व्यथित करने वाली है।
शोकाकुल परिवारों के प्रति अपनी गहरी संवेदनाएं व्यक्त करता हूं और घायलों के शीघ्र स्वस्थ होने की आशा करता हूं।
यह घटना एक बार फिर रेलवे की नाकामी और सरकार…
— Rahul Gandhi (@RahulGandhi) February 16, 2025
এই ঘটনার পর বিরোধী দলনেতা রাহুল গান্ধি তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে লেখেন, ‘নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু এবং অনেকে আহত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। আমি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ এরপরই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানান রাহুল। তিনি লেখেন, ‘এই ঘটনা আবারও রেলের ব্যর্থতা এবং সরকারের অসংবেদনশীলতা তুলে ধরল। প্রয়াগরাজে বিপুল সংখ্যক পুণ্যার্থীরা যাচ্ছেন। সেই কথা বিবেচনা করে স্টেশনে আরও ভালো ব্যবস্থা রাখা উচিত ছিল। অব্যবস্থাপনা এবং অবহেলার কারণে যাতে কারও প্রাণ না যায়, তা নিশ্চিত করা উচিত ছিল সরকার ও প্রশাসনের।’
नई दिल्ली रेलवे स्टेशन पर भगदड़ से कई लोगों की मृत्यु हो जाने का समाचार अत्यंत पीड़ादायक है। स्टेशन से आ रहे वीडियो बेहद हृदयविदारक है।
नई दिल्ली रेलवे स्टेशन पर हुई मौतों के मामले में नरेंद्र मोदी सरकार द्वारा सच्चाई छिपाने की कोशिश बेहद शर्मनाक व निंदनीय है।
हमारी मांग है…
— Mallikarjun Kharge (@kharge) February 15, 2025
মোদি সরকার সত্য গোপন করার চেষ্টা করছে বলে অভিযোগও তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনিও এক্স হ্যান্ডেল পোষ্টে লিখেছেন, ‘নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় নরেন্দ্র মোদি সরকারের সত্য গোপন করার প্রচেষ্টা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয়। আমরা দাবি করছি যত তাড়াতাড়ি সম্ভব মৃত ও আহতদের সংখ্যা ঘোষণা করা হোক। পাশাপাশি নিখোঁজদের পরিচয়ও নিশ্চিত করা হোক।’
The stampede at New Delhi Railway Station is shocking and deeply tragic. The visuals that have come out are scary, and point to a massive calamity. I convey my deepest condolences to the families of the innocent victims, and pray for the speedy recovery of the injured.
This kind…
— K C Venugopal (@kcvenugopalmp) February 16, 2025
একইভাবে সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল। তিনিও এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ নজরদারিতে দেশের রাজধানীতে এই ধরনের বিপর্যয় প্রমাণ করে যে এই সরকার সম্পূর্ণরূপে অযোগ্য। প্রকৃত ব্যবস্থাপনা নয়, কেবল জনসংযোগ করতেই সক্ষম কেন্দ্রীয় সরকার। মৃত ও আহতদের সঠিক পরিসংখ্যান আমরা কখন জানতে পারব? কেন ভিড় নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি? মহাকুম্ভ উপলক্ষ্যে এই ভিড় প্রত্যাশিত তা জেনেও রেল কেন বিশেষ ট্রেন চালায়নি?
অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব এই দুর্ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘রেলের অব্যবস্থাপনার ফলে এত জনের প্রাণহানি হল। রেলমন্ত্রীর এর দায় নেওয়া উচিত।’
Be the first to comment