ওয়াকফ নিয়ে জেপিসি-র চেয়ারম্যানের খামখেয়ালীর জন্য ৫ রাজ্যের বৈঠক বয়কট করলো তৃণমূল-সহ বিরোধীরা

Spread the love

রোজদিন ডেস্ক :– ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি (জেপিসি)-র চেয়ারম্যান তথা বিজেপির সাংসদ জগদম্বিকা পালের খামখেয়ালীর জন্য আগামী ৯ নভেম্বর থেকে ৬ দিনে ৫টা রাজ্যের বৈঠক বয়কট করলো তৃণমূল-সহ সমস্ত বিরোধীরা।

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় অভিযোগ করেন, “জেপিসি কমিটির চেয়ারম্যান দেশের স্বার্থে কাজ করছেন না। নিজেদের এজেন্ডা মেনে অগণতান্ত্রিকভাবে কাজ করছেন। বিরোধীদের কোনও কথা শোনা হচ্ছে না। যা মনে আসছে তাই করছেন তিনি, তাই বাধ্য হয়েই এই বয়কটের ডাক।”
এদিন শ্রীরামপুরের সাংসদ বলেন আগামী ১৩ নভেম্বর বাংলা সহ একাধিক জায়গায় উপ নির্বাচন থাকা সত্বেও ৯ নভেম্বর থেকে ৬দিনের জন্য গুয়াহাটি, ভুবনেশ্বর, কলকাতা, পাটনা এবং লখনউ এই পাঁচ রাজ্যে ওয়াকফ ট্যুর ডাকে চেয়ারম্যান। ভোটের কথা জানালেও ওই বৈঠক পিছানো হলো না। তাই বাধ্য হয়েই বিরোধীরা সম্মিলিত হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন কল্যাণ বলেন, “সপ্তাহে দুই দিন জেপিসির বৈঠক ডাকা হয় সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত, কিন্তু সেখানে বিরোধীদের কথাই বলতে দেওয়া হয় না, তাদের সারাদিন বসিয়ে রাখা হয়।”
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর জেপিসি-র চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ জগদম্বিকা পালের বিরুদ্ধে স্বেচ্ছাচারী মনোভাবের অভিযোগ এনে বিরোধী সাংসদেরা লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে সংসদের নতুন ভবনে বৈঠক করেন। যদিও ওইদিন বৈঠক নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় বলেন “ওইদিনের বৈঠক সৌহার্দ্যপূর্ণ আলোচনা ছিল। স্পিকার খুব সদয় ছিলেন এবং খুব ধৈর্য ধরে আমাদের কথা শুনেছিলেন। তিনি বলেছেন যে বিষয়টি তিনি দেখবেন। কিন্তু, তারপরেও দেখা গেল ওয়াকফ নিয়ে যে ট্যুর তৈরি হল তা একই ধারায় বজায় রইল।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*