‘ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্যই ওয়াকফ বিল নিয়ে বিভ্রান্তকর প্রচার করছে বিরোধীরা’ লোকসভায় বললেন শাহ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্যই ওয়াকফ বিল নিয়ে বিভ্রান্তকর প্রচার করা হচ্ছে। লোকসভায় এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মনে করেন, বিরোধী দলগুলি নিজের স্বার্থে এই ধরনের অপপ্রচার করছে। বিরোধীরা বলছে, ওয়াকফের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় বিষয় হস্তক্ষেপ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু বাস্তবে কেন্দ্রীয় সরকারের তেমন কোনও অভিপ্রায় নেই। ওয়াকফের সম্পত্তি যাতে সঠিক কাজে ব্যবহার করা যায় তারই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।
লোকসভায় বুধবার ওয়াকফের সংশোধনী নিয়ে চর্চা চলছিল। সে সময় শাহ এ বিষয়ে নিজের মতামত জানান। ওয়াকফ বোর্ডে অসমুলিম সদস্যরা কেন থাকবেন তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, ওয়াকফ বোর্ডের অমুসলিম সদস্যরা ধর্মীয় কাজে হস্তক্ষেপ করবেন না। তাঁদের একমাত্র কাজ ওয়াকফ ঠিক ভাবে পরিচালিত হচ্ছে কি না সেটা দেখা। আইন মেনে সবকিছু চলছে কিনা সেটা তাঁরা দেখবেন। এর সঙ্গে ধর্মীয় বিষয় কোনওভাবে জড়িত নয়। পাশাপাশি শাহ জানান, ওয়াকফ ধর্মের সঙ্গে সম্পর্কিত। ওয়াকফ বোর্ডের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। ওয়াকফ বোর্ড অন্য ট্রাস্টের মতোই একটি সংস্থা। এ প্রসঙ্গে বিভিন্ন ট্রাস্টে থাকা চ্যারিটি কমিশনারের কথা বলেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, চ্যারিটি কমিশনার যে কোনও ধর্মের মানুষ হতে পারেন। তার জন্য তাঁর নিজের কাজ করতে কোনও সমস্যা হয় না। হিন্দু চ্যারিটি কমিশনার অন্য ধর্মের মানুষের জন্য অনায়াসে কাজ করতে পারেন। এখানেও সেটাই করা হচ্ছে।
এরপর ২০১৩ সালে কংগ্রেস সরকারের আমলে হওয়া সংশোধনীর সমালোচনা করেন শাহ। তাঁর দাবি, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তাড়াহুড়ো করে এই সংশোধনী পাশ করেছিল ইউপিএ সরকার। তার ফলে ওয়াকফ আইনটি বহু ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে উঠেছিল। সেখানে এমন কিছু বিষয় যুক্ত করা হয়েছিল যার ফলে দুর্নীতি করার সুযোগ বেড়ে গিয়েছিল। আর সেই কারণেই এনডিএ সরকারকে এই সংশোধনী আনতে হল।
অমিত শাহ একা নন, ওয়াকফ নিয়ে এদিন সকাল থেকেই আক্রমণাত্মক ছিলেন বিজেপি এবং তাদের শরিক দলের সাংসদরা। সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, “কংগ্রেসের তোষণের রাজনীতির শেষকৃত্য হবে ওয়াকফ বিলের হাত ধরে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*