অল্প কুয়াশা আদতেই
মানুষ এর ঘাম মুছে দ্যায়,,
নিংড়ে নেওয়া উচ্ছাস,
এবার সব ভুলে হতাশ এর রাস্তায়,,,,,,
,ওরা বসে থাকে।।
মাটি মাটি গন্ধ আমোদিত করে সুপ্রভাত,আদৌ কি তাই?
ভীষন আঘাত একাকি জ্বলে ওঠে,,
প্রিয়জন পরপার,নাস্তিক অধিকার,,,
কেউ নেই কোথ্থাও,
আঁচড় কাঁটে বিভতস হৈমন্তিয়ানা।।
ঝিম ধরে যায় মজ্জায়,
চিরবিদায় জানায় ওরা লজ্জায়,
ফিরে যায়, অন্য ঋতুর ঘরে।।
ওরা বসে থাকে,,সন্ধ্যে নামার দরজায়,,
খুব জলদি নেমেও যায় দুয়ারে,,
দপ করে নিভে যায় সব।।
চারপাশ টা বিমর্ষতায় থমকে যায় ,,
ছমছমে হাওয়ায় চাদর জড়িয়ে,,
তখনো, ওরা বসে থাকে,,
অন্ধকার রাস্তায়।।
Be the first to comment