শিরোনাম দেখে অনেকেই অবাক হবেন হয়তো। তবে হ্যাঁ কমলা রঙের তুষারপাত দেখা গেছে পূর্ব ইউরোপে অবস্থানরত দেশগুলিতে। সেই দেশগুলোর বাসিন্দারাও যারপরনাই অবাক হয়েছেন। রাশিয়া, বুলগেরিয়া, ইউক্রেন ও মালদোভার অধিবাসীরা তাদের বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং ইন্সটাগ্রামে এ ঘটনার ছবিও দিচ্ছেন।
তবে প্রকৃতি বিজ্ঞানীরা জানাচ্ছেন, এতে অবাক হওয়ার কিছু নেই। সাহারা মরুভূমিতে উৎপন্ন ধুলোঝড়ের সঙ্গে বৃষ্টি ও তুষারের মিশ্রণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতি ৫ বছরে একবার এ ধরণের ঘটনা ঘটতে পারে বলেও জানান তাঁরা। তাঁরা আরও জানান, বছরের এই সময়টাতে সাহারায় ধুলোঝড়ের পরিমাণ বেড়ে যায় বলে পূর্ব ইউরোপের অনেকগুলো দেশেই কমলা রঙের তুষারপাত হয়েছে। মরুভূমির বালির কারণে তুষারের রঙ সাদা থেকে পাল্টে কমলা হয়ে গেছে।
সূত্রের খবর
ছবি – সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে প্রাপ্ত
Be the first to comment