প্রথম বর্ষের এক ছাত্রের আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বিশ্ববিদ্যালয় চত্ত্বর। তেলেঙ্গানার ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা। জানা গিয়েছে মৃত ছাত্রের নাম ই. মুরালি। ফিজিক্সের প্রথম বর্ষের ছাত্র ছিলেন বছর ২১-এর ওই যুবক। সিদ্দিপেট জেলার দৌলাপুর গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, রবিবার ক্যাম্পাসের হোস্টেলের বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
প্রসঙ্গত, শনিবার রাত থেকেই দেখতে পাওয়া যাচ্ছিল না মাস্টার্সের প্রথম বর্ষের ওই ছাত্রটিকে। পরে রবিবার সন্ধ্যেবেলা বাথরুম থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। ঘটনার খবর পেতেই ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পরে মৃত ছাত্রের দেহ আগলে ধর্নায়ও বসতে দেখা যায় তাঁদের। ঘটনাস্থলে পুলিশ গেলেও মৃতদেহ বার করতে পারেনি। মৃত ছাত্রের থেকে একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। তাতে লেখা ছিল পরীক্ষায় ঠিকমতো প্রস্তুতি না হওয়ার কারনেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে ২১ বছরের ওই ছাত্র। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অনান্য ছাত্রদের দাবি, চাকরি না পেয়েই আত্মঘাতী হয়েছেন পড়ুয়া। বিক্ষুব্দ ছাত্রদের দাবি অবিলম্বে মুরলির পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিক রাজ্য সরকার। না হলে এই বিক্ষোভ চলবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Be the first to comment