তিনিই ভারতের প্রথম গোরক্ষক মন্ত্রী ৷ ভাবুন, স্রেফ গোরুকে রক্ষা করতেই গোটা একটি মন্ত্রক ৷ কিন্তু গোরুটা শেষমেশ গাছটিকে মুড়িয়ে খেয়েই ফেলল! রাজস্থানে ‘গোহারান’ হারলেন গোপালন মন্ত্রী ওটারাম দেওয়াশি ৷ রাজ্যের বিজেপি সরকারের এই দফতরের নাম ‘গোপালন দফতর’৷
৩৮ বছরের দেওয়াশি নির্দল প্রার্থী সন্যম লোধার কাছে ১০ হাজার ২৫৩ ভোটে হারলেন৷ দেওয়াশি পেয়েছেন ৭১ হাজার ১৯টি ভোট৷ লোধা পেয়েছেন ৮১ হাজার ২৭২টি ভোট৷ লোধা একসময় কংগ্রেসের সদস্য ছিলেন৷ দলের সঙ্গে বিবাদের জেরে ২০১৮-র বিধানসভা ভোটে নির্দল প্রার্থী হিসেবেই লড়ার সিদ্ধান্ত নেন৷
লাল পাগড়ি, সাদা পাঞ্জাবি, কানে বড় দুল, হাতে লাঠি– একেবারে টিপিক্যাল গোরক্ষক স্টাইল৷ মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের অফিসেও তিনি এই ভাবেই যেতেন৷ আসলে গতবার বিধানসভা ভোটে রাজস্থানে ভোটের ইস্তেহারে বিজেপি ও বসুন্ধরা রাজে প্রতিশ্রুতি দিয়েছিলেন, গোরু রক্ষার জন্য আলাদা একটি দফতর ও মন্ত্রী রাখা হবে৷ সেই মতোই দেওয়াশিকে গোপালন মন্ত্রী নির্বাচিত হন৷
Be the first to comment