
রোজদিন ডেস্ক, কলকাতা:- কাল মেঘে ঢাকল আকাশ। জেলায় জেলায় ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু। শুধু বৃষ্টি নয়, শিলাবৃষ্টিরও সতর্কতা দেওয়া হয়েছে একাধিক জেলায়।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ও শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যে জেলায় জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে কলকাতা-সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও নদিয়া জেলাতেও আবহাওয়া বদলের প্রভাব দেখা যাবে।
কলকাতা থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে শীত। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তা ঘন কালো মেঘে পরিণত হয়। দক্ষিণবঙ্গের কোথাও আর সেভাবে শীতের আমেজ অনুভূত হচ্ছে না। বৃহস্পতিবার সকালে কলকাতার নূন্যতম তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি।
Be the first to comment