‘ওপারে প্রভু চিন্ময়, এপারে প্রভু হিরন্ময়’! হিন্দু ধর্মগুরুর ওপর আক্রমণে ক্ষুব্ধ শুভেন্দু

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বাংলার বুকে হিন্দু ধর্মগুরুর ওপর দুষ্কৃতী হামলার অভিযোগ। এবার ভিডিও শেয়ার করে ফুঁসে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। হিরণ্ময় গোস্বামী মহারাজের উপর হামলা করে তাঁর জটা-দাড়ি সব কেটে দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার সন্ধ্যার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। শেষমেশ মহারাজকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
নন্দীগ্রামের বিজেপি বিধায়ক এদিন নিজের সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন। তিনি জানিয়েছেন, সোমবার রাত ১১টা নাগাদ হিরণ্ময় গোস্বামী মহারাজের ওপর হামলা চালান দু’জন দুষ্কৃতী। ওনার জটা কেটে নেওয়ার পাশাপাশি দড়ি দিয়ে গলা চেপে ধরা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ধরমপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। বর্তমানে ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন হিরণ্ময় গোস্বামী মহারাজ।
শুভেন্দু লেখেন, ‘ওপার প্রভু চিন্ময়, আর এপার প্রভু হিরন্ময়! বাংলাদেশের মতই পশ্চিমবঙ্গেও সনাতন ধর্মের মানুষের ধর্মাচরণের স্বাধীনতার অধিকার দিন কে দিন সঙ্কুচিত হচ্ছে। বাংলাদেশ যেমন জেহাদিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে, তেমনই পশ্চিমবঙ্গেও জেহাদিদের অবাধ আচরণের অনুমতি দিয়ে রেখেছেন মাননীয়া। তাই এদের দাপাদাপিতে হিন্দুরা ধর্মাচরণ, পুজো অর্চনা করতে বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, মন্দিরে/পুজোর প্যান্ডেলে হামলা হচ্ছে, হুমকির মুখে পড়ছেন আয়োজকরা, হিন্দুদের দোকানপাট, ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে, লুঠপাট হচ্ছে, সম্পত্তিতে অগ্নিসংযোগ করে দেওয়া হচ্ছে। এবার নবতম সংযোজন হল বাংলাদেশকে অনুকরণ করে পশ্চিমবঙ্গেও ধর্মগুরুদের আক্রমণ করা’।
এই ঘটনার নিন্দা করার পাশাপাশি যত দ্রুত সম্ভব হিরণ্ময় গোস্বামী মহারাজের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*