বাংলা এলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।
ফুরফুরা শরিফে গিয়ে দেখা করেলেন আব্বাসউদ্দিন সিদ্দিকীর সঙ্গে। বিধানসভা ভোটের আগে এই সাক্ষাৎকার ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। গতমাসের মাঝামাঝি সময়ে একুশের ভোটের আগে বাংলায় জমি তৈরি করতে রাজ্যে আসার আগে হায়দরাবাদে বাংলার দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মিম প্রধান।
সূত্রের খবর, একুশের ভোটের রণকৌশল ও বাংলায় দলের সংগঠন নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। মিম সূত্রে দাবি, বৈঠকে বাংলায় আসার কথা জানান ওয়েসি। ওয়েইসির সঙ্গে বাংলার নেতাদের আলোচনায় ঠিক হয়, শীঘ্রই হায়দরাবাদ থেকে মিমের একটি দল আসবে বাংলায়। মিমের প্রতিনিধিরা জেলায় জেলায় গিয়ে সাংগঠনিক শক্তি খতিয়ে দেখবেন। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই ঠিক হবে বাংলায় কটা আসনে লড়বে মিম।
Be the first to comment