বাংলায় অক্সিজেনের সঙ্কট মেটাতে এগিয়ে এল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে বৃহস্পতিবার থেকে অক্সিজেন ইউনিটের কাজ শুরু করে দিল কেন্দ্রীয় সংস্থা।
করোনা আবহে অক্সিজেনের সঙ্কট মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রক। গত ১ মে থেকে ৪ ধাপে ধাপে মোট ২৪টি কনটেনারে ৪৮০মেট্রিক টন তরল অক্সিজেন দিল্লিতে পাঠিয়েছিল দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। এবার বাঁকুড়া, বীরভূম,পুরুলিয়া, দুই বর্ধমান এই ৫ জেলায় নিজস্ব অক্সিজেন ইউনিট বানাতে সরকারি হাসপাতালগুলিকে পরিকাঠামোগত ভাবে সাহায্য করছে জাতীয় সড়ক পরিবহন মন্ত্রক। আর অক্সিজেন ইউনিট বানাতে বাকি যা যা করার সেটা করবে ডি আর ডি ও।
Be the first to comment