বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদহগামী পদাতিক এক্সপ্রেস

Spread the love
অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদহগামী পদাতিক এক্সপ্রেস। নিউ আলিপুরদুয়ার থেকে ছাড়ার পর বাণেশ্বরের কাছে  ট্রেনের ইঞ্জিন প্রায় ১০০ মিটার এগিয়ে যায়। গোটা ট্রেনটি তখন দাঁড়িয়ে রয়েছে দুরে। কেউ হতাহত না হলেও এমন মারাত্মক ঘটনায় বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা ছিল বলে মনে করছেন রেলেরই উচ্চ পদস্থ কর্তারা। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে রেলসূত্রে জানানো হয়েছে। আলিপুরদুয়ারের ডিআরএম চন্দ্রবীর রমন জানান, বিচারবিভাগীয় তদন্ত শুরু করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন সন্ধে সাড়ে ছটার পর ট্রেনটি বাণেশ্বর স্টেশনের কাছাকাছি আসতেই হঠাৎ তাঁরা দেখেন, ট্রেনের ইঞ্জিন লাইন ধরে ছুটছে। কিন্তু বাকি ট্রেনটি শব্দ করে দাঁড়িয়ে গিয়েছে। প্রায় ১০০ মিটার দুরে গিয়ে থামে ইঞ্জিনটি। ঘটনার আকস্মিকতায় প্রথমে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বুঝতে পারেন কোনও মতে এ যাত্রায় বেঁচে গিয়েছে যাত্রীরা।
ট্রেনের এস ৫ কামরায় করে কলকাতাতে একটি বেসরকারি কোম্পানি তে চাকরিতে যোগ দিতে যাচ্ছিলেন কামাক্ষ্যাগুড়ির বাসিন্দা শুভঙ্কর দাম। তিনি বলেন, “নিউ আলিপুরদুয়ার স্টেশন ছাড়ার কিছুটা পর ঝাঁকুনি দিয়ে ট্রেন দাঁড়িয়ে যায়। জানালা দিয়ে এলাকাবাসীদের চিৎকার শুনতে পারি। ট্রেন থেকে নেমে দেখি বগি থেকে ইঞ্জিন আলাদা হয়ে চলে গেছে। এরপরে রেলের কর্মীরা এসে মেরামত করার পর ট্রেন ফের চলতে শুরু করে। প্রায় ৫০ মিনিট দেরিতে ট্রেন ছাড়ে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*