‘পদ্মাবতী’ মুক্তি পাচ্ছে তবে নামবদল ও কয়েকটি দৃশ্য বাদ দেওয়ার শর্তে

Spread the love

মুক্তির ছাড়পত্র পাচ্ছে বহু আলোচিত ‘পদ্মাবতী’। সিনেমার নামবদল ও কয়েকটি দৃশ্য বাদ দেওয়ার শর্তে সঞ্জয়লীলা বনশালির এই সিনেমাকে শনিবার সেন্সর বোর্ড ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে সূত্র থেকে জানা গেছে। শর্তানুযায়ী ‘পদ্মাবতী’ নয় সিনেমার নাম হবে ‘পদ্মাবত’। এদে সতী প্রথাকে সমর্থন জানানো হচ্ছে না বলেও জানাতে হবে। পাশাপাশি ঘুমর গানেও কিছু পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। শর্ত মানার পরই মুক্তিতে আর কোনও বাধা থাকবে না ‘পদ্মাবতী’র।
সিনেমা বিশেষজ্ঞরা বলছেন, জইশির ‘পদ্মাবত’ কবিতা থেকে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন সঞ্জয়লীলা বনশালি। পদ্মাবতীকে নিয়ে বিতর্কের পর আর তাই ঝুঁকি নিতে চায়নি সেন্সর বোর্ড। জটিলতা কাটাতে জইশির কবিতার নামেই ছবিটির নামকরণ করার সিদ্ধান্ত। ‘পদ্মাবতী’ নিয়ে ২৮ ডিসেম্বর বৈঠকে বসে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন কমিটি (CBFC) ।
এছাড়াও এই কমিটি এই সিনেমার সঙ্গে একটি দাবির প্রস্তাব গ্রহণ করতে বলেছে। সেটা হলো কোনও ঐতিহাসিক চরিত্র বা ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে চলচ্চিত্রটির কোনও সম্পর্ক নেই। এটা বলা হচ্ছে যে এই সিদ্ধান্ত সেন্সর বোর্ড দ্বারা গঠিত পর্যালোচনা কমিটির নির্দেশিকার মাধ্যমে নেওয়া হয়েছে। উদয়পুরের রাজা অরবিন্দ সিং, জয়পুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে.কে. সিং এবং ডঃ চন্দ্রমানি সিংও এই প্যানেলের সাথে ছিলেন।
‘পদ্মাবতী’ মুক্তি পাওয়ার কথা ছিল ১ ডিসেম্বর। দীপিকা পাড়ুকোন-রণবীর সিং এবং শাহিদ কাপুর অভিনীত এই সিনেমার বিরুদ্ধে রাজপুত করণী সেনার আপত্তি এবং দেশজুড়ে বিতর্কের জেরে পিছিয়ে দেওয়া হয় মুক্তির তারিখ। ছবির শুটিং পর্ব থেকেই আপত্তি তুলেছিল রাজপুত করণী সেনারা। অভিযোগ, এই ছবিতে রাজপুতদের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। পরিচালককে মারধর, দীপিকার মাথার দাম ঘোষণা, পোস্টার পোড়ানো থেকে শুরু করে তীব্র আন্দোলনে নামে করণী সেনারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*