সুপ্রিম কোর্ট সম্মতি দিলেও দেশের বিভিন্ন প্রান্তে পদ্মাবত মুক্তির বিরোধিতায় প্রতিবাদ চলছে। সঞ্জয় লীলা বনশালির ছবি মুক্তির প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে গুজরাটের আমেদাবাদ। ভাঙচুর চালানো হয় একটি মল এবং একটি সিনেমা হলেও। পুড়িয়ে দেওয়া হয় প্রায় ডজনখানেক বাইক।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর আইনশৃঙ্খলা বজায় রাখতে পদ্মাবতের মুক্তিতে সায় দেয় রাজ্য সরকার। এরপরই শুরু হয় উত্তেজনা। আর মঙ্গলবার রাতে আমেদাবাদের একটি সিনেমা হলের সামনে ভাঙচুর চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় বাইকও। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ছোঁড়ে। জনতাকে ছত্রভঙ্গ করতে দু’রাউন্ড গুলি চালানো হয় বলে খবর।এই ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খুঁজে বার করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, পদ্মাবতের মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ৪ রাজ্য। সেই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, সব রাজ্যেই মুক্তি পাবে ছবি। এরপর নির্দেশ পরিবর্তনের জন্য আবেদন জানিয়েছিল মধ্যপ্রদেশ ও হরিয়ানা সরকার। সে আবেদনও খারিজ করে দেয় শীর্ষ আদালত। বৃহস্পতিবার,২৫ জানুয়ারি সব রাজ্যেই মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালির পদ্মাবত। তাই গুরুগ্রামের সব সিনেমা হলের সামনে ১৪৪ ধারা জারি করে ২০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। গুজরাটের মতো পদ্মাবতের মুক্তি নিয়ে উত্তেজনা রয়েছে রাজস্থানেও।
Be the first to comment