পদ্মাবত সিনেমার উপর কোনও নিষেধাজ্ঞা চলবে না, ছবিটি সব রাজ্যেই মুক্তি পাবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আগে আইনশৃঙ্খলার অজুহাত দিয়ে পদ্মাবতের মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজস্থান, হরিয়ানা, গুজরাট ও মধ্যপ্রদেশ। কিন্তু, বৃহস্পতিবার সেই যুক্তি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিশেষ বেঞ্চ।
এদিন একটি অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট কড়া ভাষায় জানিয়েছে, বাক স্বাধীনতা ও শিল্পীর সৃষ্টিসত্ত্বা কেড়ে নেওয়া যেতে পারে না। তাকে রক্ষা করতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, আইনশৃঙ্খলার দোহাই দিয়ে পদ্মাবতের প্রর্দশনী বন্ধ করা যাবে না। বিষয়বস্তু পছন্দ না হলে কেউ সিনেমাটি নাও দেখতে পারেন। কিন্তু, অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। ছবি নিয়ে যাদের আপত্তি তারা ঘরে বসে থাকুন। সিবিএফসি যখন ছবিটি মুক্তির বিষয়ে গ্রীন সিগন্যাল দেখিয়েছে তখন কারো ক্ষমতা নেই ছবি আটকে রাখার।
Be the first to comment