পদ্মাবতীর ভাগ্য নির্ধারন

Spread the love

আজ সাংসদ প্যানেলের মুখোমুখি পরিচালক সঞ্জয় লীলা বনশালি

নিজস্ব প্রতিবেদনঃ সিনেমা এখন সংস্কৃতির ঘেরাটোপে নেই, এবার তাঁর বিচার করবেন দেশের সাংসদরা। আজ দিল্লীতে এমপি প্যানেলের মুখোমুখি হবেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি. সেই সঙ্গে সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশীকেও ডেকে পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে বিগত কিছুদিন ধরে পদ্মাবতী প্রসঙ্গে যে ক্রমাগত টানাপোডেন চলছে হয়তো সেই অধ্যায়ে যবনিকা পরতে চলেছে। বিজেপি সদস্য অনুরাগ ঠাকুর জানিয়েছেন, এই বিষযে এই একটি প্যানেলের আয়োজন করা হয়েছে, সেখানে এই দুই ব্যক্তিত্বকে নিজেদের মতামত জানানোর জন্য ডাকা হয়েছে। ওদিকে এই প্যানেলে বিজেপির তরফে থাকবেন সাংসদ এবং অভিনেতা পরেশ রাওযাল, এবং কংগ্রেস দলের তরফে থাকছেন রাজ বব্বর। বলা যেতে পারেন পদ্মাবতীর ভাগ্য নির্ধারন আজই হতে চলেছে। এদিকে দেশের তিনটি রাজ্য, মধ্যপ্রদেশ, গুজরাট এবং রাজস্থানে ছবিটির এর মধ্যেই নিষিদ্ধ করে দেওযা হয়েছে। তবে পশ্চিমবঙ্গে কিছু দুষ্কৃতি বিক্ষাভ দেখানোর চেষ্টা করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই ছবিকে সাদর অভ্যর্থনা জানিয়েছেন, ছবির মুক্তি যাতে এই রাজ্যে কোনওভাবেই না আটকায সেই দিকে তিনি খেয়াল রাখবেন বলে জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*