পাগলী

Spread the love

মৌ দাশগুপ্তাঃ

গাছতলায় একা বসে থেকে থেকে এ শহরে অবশেষে

পাগলী নেমে এসেছে প্রিয় কবির কবিতা হয়ে ,

সেখানে চোরকাঁটা পুরুষের লোভী পরশ

গনগনে আঁচ হয়ে জ্বালিয়ে পুড়িয়ে

পাগলীকেও আর কবিতার মতো থাকতে দিচ্ছেনা,

রাজনৈতিক পোষ্টারে লাল পিক শুকিয়ে কাঠ…

শুকনো লালরক্তর দাগ লাগা পাগলীর

শতচ্ছিন্ন পোশাকের সাথে চমৎকার যুগলবন্দী,

প্রায় রাতেই ময়লালেপা দুর্গন্ধমাখা দেহে স্বেচ্ছায় বা অনিচ্ছায়

সজ্জাহীন শয্যার অবাধ সঙ্গম,সকাম মিলন, সোহাগহীন মৈথুন,

বোধবুদ্ধি নাই বা থাকল মেয়েমানুষের দেহটাতো আছে, অনুভবও নিশ্চয়ই আছে,

ওতো আসবেই-হাসবেই অথবা কাঁদাবেই, এবং আহার নিদ্রা…ইত্যাদিও থাকবে.,

পাগলীও হাসে কাঁদে, ঘুমায়, খায়, পেটে বাচ্চা ধরে, মা হয়,

বসন্ত আসলে জটাভরা চুলে পলাশও গোঁজে,

আর আমি একে একে ওর ছেঁড়া আঁচলে ভরে দিই.

নীল আকাশ, সবুজ মাটি, নিঃসাড় ঘুম আর জয় গোস্বামীর কবিতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*