২০ নভেম্বর বিকেলে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় নিয়ে চতুর্থ সর্বদলীয় বৈঠক ২১ শে নভেম্বর সুকনার পিনটেল ভিলেজে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে হওয়া এই বৈঠক পাহাড়ে স্থায়ী শান্তির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে সূত্রের খবর, গোর্খা জনমুক্তি মোর্চা থেকে ৬ মাসের জন্য সাসপেন্ড করা হল বিমল গুরুংকে। সাসপেন্ড হলেন রোশন গিরিও। বিমল, রোশনের জায়গা নিয়েছেন বিনয় তামাং এবং অনীত থাপা। দুজনের জনপ্রিয়তাই ক্রমশ বাড়ছে।
২২ শে নভেম্বর শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার এই তিনটি জেলার প্রশাসনিক বৈঠক হবে এখানে।
Be the first to comment