অশান্তির আগুন জ্বলছে পাহাড়ে। অমিতাভ মালিক হত্যা এবং পাতলেবাসে আগুন লাগানোর ঘটনায় থমথমে পরিবেশ পাহাড়ে। উত্তেজনা চরমে। এইরকম পরিস্থিতিতে চুড়ান্ত অবিবেচকের মত সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আচমকা স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যসরকারকে নোটিশ পাঠিয়ে জানালো, পাহাড় থেকে ১০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করা হলো। সোমবারই তুলে নেওয়া হচ্ছে এই বাহিনী। স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই তুঘলকি সিদ্ধান্তে ভীষণভাবে ক্ষুদ্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের এই ক্ষোভের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জানিয়ে দেওয়া হয়েছে। এখনো যদিও ৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী পাহাড়ে আছে, কিন্তু ২০শে অক্টোবরের পর তাও থাকবে কিনা সন্দেহ আছে। এর ফলে অসন্তোষ দেখা দিয়েছে বিভিন্ন মহলে।
Be the first to comment