ভেঙে পড়ল পাক এয়ারক্রাফট, মৃত ২ পাইলট

Spread the love

গুজরাতের কাছেই ভেঙে পড়ল পাকিস্তানি এয়ারক্রাফট। মৃত্যু হয়েছে ২ পাইলটের। রুটিন ট্রেনিং চলাকালীনই ভেঙে পড়ে ওই এয়ারক্রাফটটি। পাক সংবাদমাধ্যমের তরফে এখবর জানানো হয়েছে।

জানা গিয়েছে, একজন শিক্ষানবীশ পাইলট ও এক প্রশিক্ষক পাইলট এই দুর্ঘটনার জেরে মারা গিয়েছেন। মৃতদের মধ্যে একজনের নাম মেজর উমর। অপর জন হলেন ফজিয়ান। এরমধ্যে উমর গুজরাতের বাসিন্দা ও ফাজিয়ান কালকাহারের বাসিন্দা।

এর আগে ১২ মার্চ ইসলামাবাদের কাছে শাকারপারিয়ানে ভেঙে পড়েছিল পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান। পাকিস্তান ডে’র এয়ার শো-তে অংশ নিয়েছিল ওই যুদ্ধবিমান। ২৩ মার্চের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল বিমানটির। তার আগে ফেব্রুয়ারি মাসে পাকিস্তান এয়ার ফোর্সের ট্রেনার এয়ারক্রাফট ভেঙে পড়েছিল। গত ১২ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে। খাইবার পাখতুনখোয়ার কাছে ওই ঘটনা ঘটেছিল। দু’মাসের মধ্যে পরপর তিনটি ট্রেনিং এয়ারক্রাফট ভেঙে পড়েছে পাকিস্তানে।

তবে লকডাউনের মধ্যেও সীমান্তে বারেবারে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক। নিত্য নৈমত্তিক ভাবে শেলিং ও গুলি ছুঁড়ছে পাক বাহিনী। ভারতও কড়া ভাবে তার জবাব দিচ্ছে। যার জেরে প্রতিদিনই আতঙ্ক ছড়াচ্ছে জম্মু কাশ্মীর সীমান্তে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*