ফাইল ফটোঃ
প্রজাতন্ত্র দিবসে পাকিস্তানের সীমান্তরক্ষীদের সঙ্গে মিষ্টি বিনিময় করল না ভারত। বিএসএফ সূত্রে খবর, এবছর পাকিস্তানের সঙ্গে মিষ্টি বিনিময় না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাফ জানিয়ে দেওয়া হয়েছে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের প্রতিবাদে এবার মিষ্টি বিতরণ বন্ধ রাখা হবে। প্রতি বছর পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের মতো প্রতিবেশী দেশের জওয়ানদের মিষ্টি বিতরণ করে বিএসএফ। এবার অন্য দেশ সেই তালিকায় থাকলেও পাকিস্তানকে বাদ রাখা হয়।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় বারবার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। শহিদ হয়েছেন অনেক ভারতীয় জওয়ান। গত কয়েকমাস ধরে সীমান্তে অবিরাম গুলিবর্ষণে উত্তপ্ত হয়েছে দুই দেশের রাজনীতি। আর তার জেরেই এমন সিদ্ধান্ত।
Be the first to comment