দ্বিতীয় টি-২০ তেও পাকিস্তানের কাছে হারলো ওয়েস্ট ইন্ডিজ

Spread the love

তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান ৮২ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে। প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ২০৫ রান তোলে। আগের দিন নিজেদের সর্বোচ্চ রান ২০৩ ছাড়িয়ে এ ম্যাচে নতুন রেকর্ড করে সরফরাজের দল। জবাবে ওয়েস্ট ইন্ডিজ তুলতে পারে মাত্র ১২৩ রান। সরফরাজ আহমেদের নেতৃত্বে এখনও পর্যন্ত কোনো সিরিজ না হেরে পাকিস্তান জিতল পরপর সাতটি টি-২০ সিরিজ।
এদিন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেছেন বাবর আজমে। ম্যাচের সেরা এই ব্যাটসম্যান ৫৮ বলে ৯৭ রানের ইনিংস খেলেছেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ম্যাচেরেই পুনরাবৃত্তি ঘটালো ক্যারিবিয়ানদের। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চার বল বাকি থাকতে গুটিয়ে যায় তারা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪০ রান ওয়ালটনের। ২২ রানে তিন উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ধসিয়ে দিয়েছেন বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।
ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*