না সময়টা মোটেই ঠিক যাচ্ছে না পাকিস্তানের জন্য। এবার ইমরান খানের দেশকে বড় ধোঁকা দিল চিনও। এন 95 মাস্কের বদলে আন্ডারওয়ার তৈরির কাপড়ের মাস্ক পাঠাল চিন। সোশ্যাল মিডিয়ায় এ খবর এখন রীতিমতো ভাইরাল হয়েছে। আর এতে মুখ পুড়েছে পাকিস্তানের।
প্রকৃতপক্ষে করোনা বিভীষিকা রূপ ধারন করেছে পাকিস্তানে। কোনও ভাবেই করোনাকে বাগে আনতে পারছে না ইমরান খানের সরকার। এমতাবস্থায় করোনা ঠেকাতে বন্ধু চিনের ওপরই ভরসা করেছিল ইমরান খান। কিন্তু সেই ভরসার মর্যাদা দিল না চিন। বিপদের সময় হাত তুলে নিল তাঁরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে মাস্ক চেয়েছিল পাকিস্তান। কিন্তু সেখানে তাঁরা চিনের কাছ থেকে পেল আন্ডারওয়ার তৈরির কাপড়ের মাস্ক। একাজের জন্য রীতিমতো চটেছে পাক স্বাস্থ্যকর্মী তথা পাকিস্তানি মিডিয়া। পাকিস্তানের সংবাদমাধ্যম এর জন্য চিনকে রীতিমতো আক্রমণ করেছে। চিনা প্রশাসনকে ভৎর্সনা করেছে পাক মিডিয়া।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই পাকিস্তানের সিন্ধু প্রদেশে এসে পৌঁছেছে চিনের তৈরি ওই মাস্ক। এক পাকিস্তানি সংবাদমাধ্যমের ধারাভাষ্যকার সংবাদ পরিবেশনের সময় বলেন, “চুনা লাগিয়ে দিল চিন”। ওই সংবাদটি থেকেই জানা যায়, সিন্ধু প্রদেশে ওই মাস্ক আসার পর তা কোনও রকম পরীক্ষা না করেই হাসপাতালে পাঠিয়ে দেয় সিন্ধু প্রশাসন। হাসপাতালে পৌঁছানোর পর ব্যাপারটা প্রকাশ্যে আশে।
চিকিৎসকেরা জানিয়েছেন, ওই মাস্কে করোনা ঠেকানোর মতো ব্যবস্থা নেই। তাঁরা ওই মাস্ককে নিছকই ‘মজা’ বলে দাবি করেছেন। এহেন ঘটনায় বিশ্বের সামনে নাক কাটা গেল পাকিস্তানের। চরম বিপদের সময় পাশ থেকে সরে দাড়াল বন্ধু চিনও। এখন দেখার কিভাবে করোনা রোধে সক্ষম হন ইমরান খান।
Be the first to comment