কপালে তিলক পরিয়ে, প্রদীপ জ্বেলে আরতি করে পাকিস্তানের সেনা কম্যান্ডারদের অভ্যর্থনা জানাল ভারতীয় সৈনিকরা। তারপর বাজানো হল পঞ্জাবি ভাঙড়ার সুর। বাদ গেল না হিন্দি ফিল্মের গানও। সারা বছর যারা প্রকৃত নিয়ন্ত্রণরেখার দুপারে দাঁড়িয়ে মর্টার ও রাইফেল থেকে গুলিবিনিময় করে, মঙ্গলবার রাতে দেখা গেল, তারা একসঙ্গে দিব্যি কোমর দুলিয়ে নাচছে।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য আট দেশের সৈনিকরা একসঙ্গে সন্ত্রাস দমনের প্রশিক্ষণ নিচ্ছে রাশিয়ায়। ট্রেনিং শুরু হয়েছে ২২ অগাস্ট। শেষ হল ২৯ অগাস্ট। জঙ্গিদের ধ্বংস করার জন্য বিভিন্ন দেশের নিরাপত্তারক্ষীদের মধ্যে সমঝোতা ও সমন্বয় বাড়িয়ে তোলাই তার লক্ষ। প্রশিক্ষণ যখন শেষের পথে, তখন ভারতীয় সেনারা পাকিস্তান, চিন, রাশিয়া ও অন্যান্য দেশের সেনা কম্যান্ডারদের আমন্ত্রণ জানায়। সেখানেই ভারতীয় সেনার সঙ্গে পাকিস্তানীদেরও নাচতে দেখা যায়।
Be the first to comment