২০১৬ সালে ১৩৮ পাকিস্তানি জওয়ানকে নিকেশ করেছে ভারতীয় সেনা

Spread the love

সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের পাল্টা জবাব দিয়ে জম্মু কাশ্মীরে গতবছর ১৩৮ পাকিস্তানি জওয়ানকে মেরেছে ভারতীয় সেনা। হ্যাঁ, সরকারি গোয়েন্দা সূত্রে একথাই জানা গেছে। শহিদ হয়েছেন ২৮ ভারতীয় জওয়ানও। পাকিস্তান সেনা অবশ্য জওয়ান মৃত্যুর কথা স্বীকার করেনি। প্রসঙ্গত, গতবছর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলিচালনা ও জঙ্গি কার্যকলাপ ভারতীয় সেনাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে। যদিও, দেশের জওয়ানরা লড়াই চালিয়ে পাকিস্তানকে কড়া জবাব দেন। গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের ১৩৮ জওয়ান মারা গেছে। গুরুতর আহত হয়েছে ১৫৫ জন। এদিকে, ৭০ জন ভারতীয় জওয়ানও আহত হয়েছেন।

সেনা মুখপাত্র কর্নেল আমন আনন্দ জানান, পাক সেনার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় ফৌজ এবং ভবিষ্যতেও দিতে থাকবে। গোয়েন্দা সূত্রে আরও খবর, গতবছর ২৭ পাক সেনা জওয়ানকে মেরে ফেলে ভারতীয় সেনার স্নাইপাররা। উল্টে পাক স্নাইপারের গুলিতে নিহত হন ৭ ভারতীয় জওয়ান। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর, ভারতীয় সেনার পাঁচ কম্যান্ডো জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা পার করে তিন পাক সেনা জওয়ানকে মেরে ফেলে। প্রথমে মৃত্যুর খবর স্বীকার করে নেওয়া হলেও, পরে তা অস্বীকার করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*