অস্ত্রবিরতি লঙ্ঘন নিয়ে উল্টো সুর পাকিস্তানের। সীমান্তরেখা বরাবর উত্তেজনা কমানোর চেষ্টা দূরে থাক, ইসলামাবাদে ভারতীয় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকেই তলব করল পাক সরকার। সেখানে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ভারতকেই দায়ী করা হচ্ছে। অথচ গতকাল রাতেও পাক সেনার বিনা প্ররোচনায় গুলিবর্ষণে এক অফিসার সহ ৪ জন বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। জখম আরও ৩ জন।
জম্মু কাশ্মীরের রামগড় সেক্টরে মঙ্গলবার রাতে পাক রেঞ্জাররা আন্তর্জাতিক সীমানা বরাবর এই হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি বিআসএফ ও পাক রেঞ্জারদের মধ্যে হওয়া যুদ্ধবিরতি নিয়ে চুক্তি লঙ্ঘন করেই এই হামলা হয়েছে বলে জানিয়েছেন আইজি বিএসএফ রাম অবতার। রামগড়ের চামলিয়াল ঘাঁটি এলাকায় রাত সাড়ে দশটা নাগাদ গুলিবর্ষণ শুরু হয়। চলে ভোর সাড়ে চারটে পর্যন্ত। পাল্টা গুলি চালায় বিএসএফও। এ মাসে এটা যুদ্ধবিরতি লঙ্ঘনের দ্বিতীয় ঘটনা। ৪ জুন যুদ্ধবিরতিতে লিখিত সম্মতির পরেও এই হামলা ঘটেছে।
Be the first to comment