মার্কিন প্রশাসন এবার আরও কড়া পদক্ষেপ নিল পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তনের জন্য ৩০০ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য বাতিলের সিদ্ধান্ত নিল পেন্টাগন। এই সিদ্ধান্ত সদ্য মসনদে বসা ক্রিকেটার প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে কূটনৈতিক মহল।
পাকিস্তানের অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে বিদেশি সাহায্যের উপর। সেই সাহায্যের একটা বড় অংশ আসে মার্কিন মুলুক থেকে। আর জঙ্গি দমন নিয়ে কড়া বার্তা দিতেই পেন্টাগন এমন পদক্ষক্ষেপ নিল বলে মনে করছেন অনেকে।
পেন্টাগনের মুখপাত্র, কন ফকনার সংস্থাকে জানিয়েছেন, ৩০০ মিলিয়ন ডলার অর্থ পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল। কিন্তু তা দেওয়া হচ্ছে না ইসলামাবাদকে। যদিও এই সিদ্ধান্তে সিলমোহর দেবে মার্কিন কংগ্রেস। কারণ হিসেবে পেন্টাগনের তরফে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া নীতির পাশে দাঁড়াচ্ছে না পাকিস্তান। বারবার বার্তা দেওয়া সত্ত্বেও জঙ্গি দমনে কোনও পদক্ষেপ নেয়নি পাকিস্তান। দেশের মাটিতে ব্যাঙের ছাতার মতো জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থাই নেয়নি পাক প্রশাসন। প্রসঙ্গত, ওবামার সময় থেকেই জঙ্গি দমনের বিষয়ে কড়া অবস্থান নিয়েছিল হোয়াইট হাউস। ট্রাম্পের জমানায় তা আরও বেড়েছে।
Be the first to comment