পাকিস্তানকে তথ্য পাচারের দায়ে গ্রেফতার করা হলো বিএসএফের এক জওয়ানকে; পড়ুন!

Spread the love

ফের পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ। সেই চিরাচরিত হানিট্রাপ। তথ্য পাচারের দায়ে গ্রেফতার করা হল বিএসএফের এক জওয়ানকে। পাঞ্জাব পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে অভিযুক্তকে। ডেপুটি কমন্ড্যান্ট পদের এক আধিকারিকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের নাম শেখ রিয়াজ উদ্দিন।

অভিযুক্ত জওয়ান মহারাষ্ট্রের লাতুর জেলার বাসিন্দা। তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছে তথ্য পাচার করতেন। রিয়াজের বিরুদ্ধে পাঞ্জাবের ফিরোজপুরের মামডোট থানায় অভিযোগ দায়ের হয়। সেখানকার হাউজ অফিসার রঞ্জিত সিং জানান, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, ১৯২৩ এবং ন্যাসনাল সিকিউরিট অ্যাক্ট, ১৯৮০ আইনে মামলা দায়ের হয়েছে। তার কাছে দুটি মোবাইল ও ৭টি সিমকার্ড উদ্ধার হয়েছে।

জানা গেছে, রিয়াজ তার পাকিস্তানী সঙ্গীর কাছে সীমান্তের ইলেকট্রিক বেড়া সমন্ধীয় তথ্য, সড়ক পথের মানচিত্র এবং বিএসএফ অফিসারদের মোবাইল নম্বর প্রভৃতি পাচার করেছেন। আপাতত সিমকার্ড ও মোবাইলের তথ্য খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, ফেসবুক মেসঞ্জারের মাধ্যমে সবচেয়ে বেশি তথ্য পাচার করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*