গত ১৪ই ফেব্রুয়ারি পুলত্তয়ামা কান্ডের পর গত মঙ্গলবার ভারতীয় বায়ুসেনা বালাকোটে অভিযান চালায় এবং ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ বিমানের সামনে পরাস্ত হয়ে চম্পট দেয় পাকিস্তানের যুদ্ধবিমান এফ ১৬। তারপর আজ ভারতীয় আকাশসীমা অতিক্রম করে পাকিস্তানি যুদ্ধবিমান। তবে প্রত্যাঘাতের সময় একটি ভারতীয় মিগ ২১ বাইসন যুদ্ধবিমান ও ভেঙে পড়ে।
ইতিমধ্যে পাক মিডিয়া ও পাক সরকারের দাবী ভারতীয় ২টি যুদ্ধ বিমান ঢুকেছিল পাকিস্তানের আকাশ সীমায়। বিমান থেকে ১জন পাইলটকে গ্রেফতার করে পাক বাহিনী। অন্য এক ভারতীয় পাইলটকে আহত অবস্থায় পাক সেনাবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও তাঁর চিকিৎসা চলছে বলেই দাবি করেছে তারা।
তবে ভারতীয় পাইলটের যাকে নিখোঁজ বলে জানা যাচ্ছে তিনি হলেন ভারতীয় যুদ্ধ বিমান এর পাইলট উইং কমান্ডর অভিনন্দন। জানা যায় অভিন্দনের বাবাও ছিলেন ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল। তিনি এখন অবসরপ্রাপ্ত। ২০০৪ সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দেন অভিনন্দন। তিনি এসইউ-৩০ যুদ্ধবিমান চালাতেন। পাকিস্তানের তরফ থেকে গ্রেফতারের দাবি জানালেও ভারতের তরফ থেকে এ খবরের বিষয়ে কিছু জানানো হয়নি।
Be the first to comment